বিজ্ঞাপন

চীনা ফর্মুলায় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সৌদি আরব!

December 25, 2021 | 2:32 pm

আন্তর্জাতিক ডেস্ক

চীনের মদতে সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে বলে সন্দেহ করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এ ব্যাপারে সৌদি আরবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ অনুমান সত্যি হলে তা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় ধাক্কা দেবে এবং ইরানে চলমান পারমাণবিক নিরস্ত্রীকরন প্রক্রিয়াকে জটিলতার দিকে ঠেলে দেবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

এর আগে, চীনের কাছ থেকে সৌদি আরব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনেছে এমন খবর চাউর হলেও; এখন তারা নিজেরাই এ ধরনের অস্ত্র বানানোর সক্ষমতা অর্জনের চেষ্টা করছে বলে কয়েকটি গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে।

সিএনএনের হাতে থাকা স্যাটেলাইট ছবি থেকে সৌদি আরবে অন্তত একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র বানানোর কাজ চলছে এমন ইঙ্গিত মিলেছে।

বিজ্ঞাপন

এদিকে, ব্যালেস্টিক প্রযুক্তির লেনদেনের ব্যাপারে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলসহ শীর্ষ কর্মকর্তাদের একাধিকবার জানানো হয়েছে বলেও ওই গোয়েন্দা সূত্র জানিয়েছে। তবে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

যদিও ইরান, সৌদি আরব একে অপরের ঘোর শত্রু। রিয়াদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে এমন খবরে তেহরান আরও এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করবে বলে মনে করা হচ্ছে। যা ইরানকে বশে রাখার মার্কিন প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।

আবার, সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানোর ব্যাপারে মার্কিন হস্তক্ষেপ ওয়াশিংটন-বেইজিং তিক্ততা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

চীনের সঙ্গে সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির আদানপ্রদান হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে বলেছেন, দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। সামরিক বাণিজ্যসহ প্রায় সবক্ষেত্রেই তাদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এর সঙ্গে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন বা গণবিধ্বংসী অস্ত্র বিস্তারের কোনো সম্পর্ক নেই।

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন