বিজ্ঞাপন

সিলেটে প্রকাশ্যে নৌকায় সিল: ধারণ করায় হামলা; ক্যামেরা ছিনতাই

December 26, 2021 | 7:25 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার দৃশ্য ধারণ করায় দুই সংবাদকর্মীকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রোববার (২৬ ডিসেম্বর) দেশজুড়ে ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া ক্যামেরা উদ্ধার করে।

এদিকে, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার সময় নৌকার প্রার্থী সেলিম আহমদের সমর্থকরা মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরাপার্সন রাজনকে মারধর করেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা’র সাধারণ সম্পাদক আনিস রহমান।

তিনি বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে ওই কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল দিচ্ছিল আওয়ামী লীগের প্রার্থী সেলিম আহমদের কর্মীরা। এ খবর পেয়ে তারা ওই কেন্দ্রে যান। সিল মারার দৃশ্য ক্যামেরায় ধারণ করতে গেলে তাদের ওপর হামলা হয়। এ সময় তার এবং রাজনের ক্যামেরা ছিনিয়ে নেন নৌকা সমর্থকরা। ঘটনার কয়েক মিনিটের মাথায় তিনি ক্যামেরা উদ্ধার করতে পারেন। কিন্তু, রাজনের ক্যামেরা ফেরত পেতে পুলিশকে অভিযান চালাতে হয়। এক ঘণ্টা পর রাজনের ক্যামেরা উদ্ধার হয়।

বিজ্ঞাপন

এদিকে, খবর পেয়ে গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবির এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী সেখানে যান। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ ব্যাপারে ওসি হারুনুর রশীদ চৌধুরী জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন