বিজ্ঞাপন

‘কোনো শক্তিরই ক্ষমতা নেই বিএনপিকে ধ্বংস করার’

December 27, 2021 | 9:49 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশি-বিদেশি কোনো শক্তিরই বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘খালেদা জিয়া না থাকলে বিএনপি ধ্বংস হয়ে যাবে— এটা ভাবার কোনো কারণ নেই। বিএনপি গণমানুষের দল, জিয়াউর রহমানের হাতে গড়া দল, খালেদা জিয়ার লালন করা দল। এই দলকে দেশি বা বিদেশি কোনো শক্তিরই ধ্বংস করার ক্ষমতা নাই।’

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, “জিয়াউর রহমান জাতির প্রয়োজনে সবসময় হাজির হয়েছেন। মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে একাত্তর সালে তিনি বলেছিলেন— ‘উই রিভল্ট’। তখন কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকে দেশে খুঁজে পাওয়া যায়নি। বিএনপি প্রতিষ্ঠার পেছনেও জিয়াউর রহমানের দেশপ্রেমের সরাসরি ইঙ্গিত ছিল। তিনি দেশকে ভালোবেসেছিলেন বলেই সবাইকে নিয়ে দল গঠন করেছিলেন। এ নিয়ে তার সঙ্গে আমার ছোটখাটো তর্কও হয়েছিল। আমি বলেছিলাম, এদের নিয়ে দল করা যাবে না। তিনি বললেন, যুদ্ধবিধ্বস্ত একটি জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যায় না। সুতরাং সবাইকে নিয়েই করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আব্বাস বলেন, ‘জিয়াউর রহমানে জাতির প্রয়োজনেই এসেছেন, নিজের প্রয়োজনে নয়। আজ আমরা দেখি ওই পদে যারা অবস্থান করেন তাদের সকলের আত্মীয়-স্বজন আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। কিন্তু জিয়াউর রহমানের আত্মীয় কাউকে দেখিনি আঙুল ফুলে কলাগাছ হয়েছে। তিনি নিজের জন্য দল করেন নি, কিংবা স্বাধীনতার ঘোষণা দেননি। সব কিছু করেছেন দেশের মানুষের জন্য।’

জাসাস প্রতিষ্ঠার প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, ‘তখন সাংস্কৃতিক জগতটা প্রায় ধ্বংসের মুখোমুখি। ওই সময় দেশের সাংস্কৃতিক অঙ্গনকে টিকিয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে জিয়াউর রহমান জাসাস প্রতিষ্ঠা করলেন। যুবসমাজের জন্য জাসাস, শ্রমিকদের জন্য শ্রম মন্ত্রণালয়। কী করেননি জিয়াউর রহমান? আমরা তার দল করি, এটা গর্ব নিয়ে বলতে পারি।’

জাসাস নেতাদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা জানেন আমাদের নেত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাকে মুক্তি দিচ্ছে না। এই মুক্তিটা আমাদের আদায় করে নিতে হবে। এখানে জাসাসের একটা ভূমিকা থাকা দরকার।’

বিজ্ঞাপন

জাসাসের আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জলসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন