বিজ্ঞাপন

জঙ্গল ছেড়ে চবি’র একাডেমিক ভবনে অজগর

December 28, 2021 | 7:02 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি একাডেমিক ভবনে লোহার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে একটি ভবনের নিচতলায় সোশ্যাল সাইয়েন্স রিসার্চ সেন্টারের সামনে থেকে সাপটি উদ্ধার করেন প্রাণীবিদ্যা বিভাগের একদল শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম বলেন, ‘সাপটি ভবনের নিচতলায় জানালার পাশে লোহার গ্রিলের সঙ্গে ঝুলছিল। শিক্ষার্থীরা দেখে খবর দেওয়ার পর সেটি উদ্ধার করা হয়েছে। সাপটি উদ্ধারের পর জীববিজ্ঞান অনুষদের পাশে পাহাড়ে অবমুক্ত করা হয়েছে। এটি বার্মিজ পাইথন প্রজাতির। লম্বায় প্রায় ১২ ফুট।’

এ ব্যাপারে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল ওয়াহেদ চৌধুরী সারাবাংলাকে বলেন, তিন দিন প্রচণ্ড ঠাণ্ডার পর গতকাল থেকে একটু তাপমাত্রা কমেছে। এ সুযোগে সাপটি উষ্ণতা নিতে বাসস্থান ছেড়ে আসতে পারে। অথবা, ক্যাম্পাসে স্টাফ কলোনিতে মুরগি পোষা হয়। মুরগি খাওয়ার লোভেও আসতে পারে। তবে চবি ক্যাম্পাস হচ্ছে অজগরসহ বিভিন্ন সাপের নিরাপদ বিচরণক্ষেত্র। প্রতি বছর ৫-৬টি অজগর আমরা উদ্ধার করে আবার ছেড়ে দিই। এই রেঞ্জে অজগর সাপের প্রজনন হারও ভালো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/আরডি/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন