বিজ্ঞাপন

ভারতের মুখোমুখী হওয়ার আগে আত্মবিশ্বাসী যুবারা

December 29, 2021 | 11:12 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

যুব এশিয়া কাপে এখন পর্যন্ত দুর্দান্ত বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। করোনাভাইরাস ইস্যুতে তৃতীয় ম্যাচটা ভেস্তে গেছে। তাতে অবশ্য ক্ষতি হয়নি টাইগার যুবাদের। রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশ যুব দলের। রাত পোহালে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশি তরুণদের। সেমিফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এদিকে ভারতের মুখোমুখী হওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশি তরুণরা। আরেকবার ভারতীয়দের হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে চায় যুবারা।

বিজ্ঞাপন

যুব ক্রিকেটে সম্প্রতি ভারতের বিপক্ষে অসাধারণ সাফল্য পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছে বাংলাদেশ। কদিন আগে ভারতের মাটিতে তিন জাতি সিরিজ খেলতে গিয়ে ভারতকে হারিয়েই সিরিজ জিতেছে বাংলাদেশ। বিষয়টি আত্মবিশ্বাসী করছে রকিবুল হাসান, আইচ মোল্লা, প্রান্তিক নওরোজ নাবিলদের।

এশিয়া কাপের সেমিতে ভারতের মুখোমুখী হওয়ার আগে আজ বুধবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ যুব দলের অধিনায়ক রাকিবুল হাসান বলেন, ‘আগামীকাল ভারতের সঙ্গে আমাদের সেমিফাইনাল ম্যাচ। আশাবাদী আমরা আমাদের সেরাটা দিতে পারলে অনেক ভালো করব। কারণ আমরা আমাদের প্রথম দুইটা ম্যাচ ভালো ব্যবধানে জিতেছি। আমরা আমাদের আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে খেলতে নামব। ভারতের সঙ্গে বিগত সিরিজটি জিতেছি। ওদের সঙ্গে ভালো করতে ওইটাও আমাদের মানসিকভাবে সহায়থা করবে। ভালো খেলতে অনুপ্রেরণা দেবে।’

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ১৫৪ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কুয়েতের বিপক্ষে জয় এসেছে ২২২ রানের। এই  দুই ম্যাচই অনুষ্ঠিত হয়েছে শারজাহতে। কাল ভারতের বিপক্ষেও একই মাঠে খেলবে বাংলাদেশ। এটিও আত্মবিশ্বাসী করছে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

রাকিবুল বলেন, ‘আমরা চেষ্টা করব আমরা আমাদের সেরাটা দিয়ে যাতে ওদের সঙ্গে আমরা জিততে পারি। আমরা এখানে বিগত তিনটি ম্যাচই এখানে খেলেছি, এটা আমাদের সুবিধা হিসেবে থাকবে ভালো করার জন্য। আমি মনে করি আমরা ওদের চেয়ে সবদিকে এগিয়ে থেকে নামব এবং আমাদের সেরাটা দেবো, ম্যাচ জিতে ভালো একটা ফলাফল নিয়ে বের হবো।’

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন