বিজ্ঞাপন

আশরাফুলকে নিয়ে নান্নুর ‘বিতর্কিত’ মন্তব্য, অসন্তুষ্ট বিসিবি

January 3, 2022 | 8:50 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ‘দেশদ্রোহী’ বলা নিয়ে তুলকালাম চলছে ক্রিকেটপাড়ায়। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুলকে ‘দেশদ্রোহী’ ও ‘ম্যাচ ফিক্সার’ বলেন প্রধান নির্বাচক। বিষয়টি নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, বোর্ডের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এমন মন্তব্য করা ঠিক হয়নি প্রধান নির্বাচকের।

বিজ্ঞাপন

সোমবার (৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেন, ‘আশরাফুল যেহেতু বর্তমান খেলোয়াড় আর সাবেক একজন অধিনায়ক, আমি মনে করি সরাসরি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। কাউকেই এভাবে আক্রমণ করা ঠিক নয়। আপনি একটা পদে আছেন বোর্ডে, ওই জায়গা থেকে এমন মন্তব্য না করাই ভালো ছিল। যেহেতু নির্বাচক কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে, আমি এটা নিয়ে তাদের সঙ্গে আলাপ করেছি।’

আশরাফুলের সঙ্গে প্রধান নির্বাচকের এমন দূরত্বের কারণে ভবিষ্যতে আশরাফুলকে সমস্যার মুখে পড়তে হবে কিনা এমন প্রশ্নও উঠেছিল। দল নির্বাচন বা ঘরোয়া ক্রিকেট দল পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হবে কিনা সে প্রশ্ন উঠেছিল। জালাল ইউনুস বলেন, ‘তেমন কিছু হবে না, ‘আমার মনে হয় না এমন কিছু হবে। আমার মনে হয় না ব্যক্তিগতভাবে কেউ এর শিকার হবে। যারা আসবে পারফরম্যান্সের জোরেই দলে আসবে।’

জালাল ইউনুস

বিজ্ঞাপন

মোহাম্মদ আশরাফুল একটি বেসরকারি টিভি চ্যানেলে বিসিবির বর্তমান নির্বাচন কমিটি নিয়ে কথা বলেন। আশরাফুল বলেন, ‘একই ব্যক্তি একটি কাজ ১১ বছর ধরে করতে থাকলে আপনি একটা জায়গায় আটকে থাকবেন। নির্বাচক প্যানেল এমন হওয়া উচিত, যাঁরাই হবেন তাঁরা তিন-চার বছরের জন্য দায়িত্ব পাবেন, একটা বিশ্বকাপ থেকে আরেকটা বিশ্বকাপ পর্যন্ত। এভাবে হলে আপনি ভিন্ন কিছু পাবেন, ভিন্ন কিছু ভাবনায় আসবে।’ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনকেই বুঝিয়েছিলেন তিনি।

পরে একই টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে কথাটি উঠলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন কড়া প্রতিক্রিয়া জানন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক কত বছর ধরে কাজ করেছেন, সে ধারণা আশরাফুলের নেই। অস্ট্রেলিয়া কি ক্রিকেটে পিছিয়ে গিয়েছে? আমাদের সকলের জানা উচিত, প্রায় ৯-১২ বছর ধরে কাজ করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক। সেখানে ও (আশরাফুল) বলছে বিশ্বকাপ থেকে বিশ্বকাপ!’

মিনহাজুল আবেদিন বলেন, ‘কোন বিশ্বকাপ? বাংলাদেশ কি শুধু ওয়ানডে বিশ্বকাপ খেলবে, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, শুধু টেস্ট ক্রিকেট খেলবে? তাহলে কি ওয়ানডের জন্য একটা, টেস্টের জন্য একটা, টি-টোয়েন্টির জন্য একটা নির্বাচক কমিটি লাগবে? যে সমস্ত ক্রিকেটার দেশদ্রোহী হয়ে, ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হয়, তাদের থেকে তো ভালো কোনো পরামর্শ আশা করা যায় না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন