বিজ্ঞাপন

সীমান্তে ভারতীয় সিমের ব্যবসা, গ্রেফতার ১

January 14, 2022 | 8:13 pm

লোকাল করেসপন্ডেন্ট

হিলি (দিনাজপুর): ভারতীয় নানান মোবাইল অপারেটরের সিম কার্ড সংগ্রহ করে সরকারি চার্জ ফাঁকি দিয়ে ভিওআইপি ব্যবসা পরিচালনার অভিযোগে রুবেল হোসেন (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী উত্তর বাসুদেবপুর রেজাউল করিমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় দুই মোবাইল অপারেটরের ৬৫টি সিম কার্ড এবং ভিওআইপি সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।

গ্রেফতার রুবেল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চির্কা গ্রামের আরমাদ মিজির ছেলে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, হিলির একটি বাড়িতে বসে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় সিমের ব্যবসা পরিচালনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ই-ফ্রড টিম সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, ঢাকা মেট্রো পলিটন পুলিশ হাকিমপুর থানা পুলিশের সহযোগিতায় রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতার রুবেলকে পাঠানো হয়েছে।

সারাবাংলা/একেএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন