বিজ্ঞাপন

বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই: মাহবুব তালুকদার

January 16, 2022 | 3:01 pm

গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ থেকে: আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখার প্রত্যাশা করেছেন। তিনি বলেন, আমাদের বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি আজ এখানে এসেছি।

বিজ্ঞাপন

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ‘আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ’ কেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ সব বলেন।

কেন্দ্র পরিদর্শনকালে মাহবুব তালুকদার বিভিন্ন প্রার্থীর এজেন্টদের কাছে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি না, জানতে চাইলে জবাবে এজেন্টরা ইভিএমসহ ভোটের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ নেই বলেও তাকে জানান। পরে তিনি প্রিজাইডিং অফিসারের কাছেও ইভিএমে সমস্যা আছে কি না, কারো কোনো অভিযোগ আছে কি না এবং ভোট কেমন হচ্ছে, এসব বিষয়ে জানতে চান এ নির্বাচন কমিশনার।

ইসি কমিশনার বলেন, ‘ভোট কেমন হচ্ছে এ ব্যাপারে কোনো কথা আমি এখন বলবো না। সময়টা শেষ না হওয়া পর্যন্ত ভোটের কোনো কিছু বলা ঠিক হবে না। আমি বলতে পারি না, বলব ভোটের টাইমটা উত্তীর্ণ হওয়ার পর।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভোট যত বেশি কাস্ট হবে আমি তত খুশি। আমাদের বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই।’

আরও পড়ুন:
নাসিক ভোটে উৎসবের আমেজ, ইভিএম নিয়ে ভোটারদের সন্তুষ্টি
আইভী বনাম তৈমুর— নাসিকে ভোটযুদ্ধ শুরু
নাসিক নির্বাচন: সব কেন্দ্রে ইভিএম
নাসিক নির্বাচন শান্তিপূর্ণ হবে: ওবায়দুল কাদের

 

বিজ্ঞাপন

 

সারাবাংলা/জিএস/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন