বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপে বসবেন শিক্ষার্থীরা, কথা হয়েছে ফোনে

January 21, 2022 | 5:23 pm

শাবিপ্রবি করেসপন্ডেন্ট

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আনেন্দালনরত শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোনে আলাপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে মন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনা করতে ঢাকায় যাচ্ছেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যেসব শিক্ষার্থীরা হাসপাতালে রয়েছে ডাক্তারের সঙ্গে কথা হয়েছে আমার। তারা বলছে শিক্ষার্থীরা এখনো অনশনই আছে। তাদের কি অবস্থা? কেমন আছে তারা? বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠার আমি তোমাদের আহ্বান জানাচ্ছি তোমরা আমাদের সঙ্গে আলোচনা করতে আসো। তোমরা যখনই আসবে আমরা তোমাদের সমস্যা নিয়ে আলোচনায় বসবো। সেটা আজই হোক বা কাল সকালে হোক। আমরা চাই আমাদের সন্তানেরা ভালো থাকবে সুস্থ থাকবে। তাদের কোনো সমস্যা হোক সেটা আমরা চাই না।’

আমরা চাই প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান ভালোভাবে চলুক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমার মনে হয় এখানে একটা সমস্যা হয়েছে। তাই আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তবে এটার তো একটা সমাধান দরকার। সে জন্য আমাদের রাজনৈতিক নেতারা তোমাদের কাছে গেছেন। সেখানে আমাদের শিক্ষক প্রতিনিধিসহ অন্য নেতারাও আছেন। বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসিত ব্যাপার আছে, সবকিছু আছে। এজন্য সবকিছুতে আমরা হস্তক্ষেপ করতে চাই না বা চাইনি। যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে যারা তাদের প্রতিনিধিত্ব করে এমন কয়েকজন যদি আসতে চান তাদের সাথে বসতে পারলে হয়তো সমস্যার সমাধানটা দ্রুতই সমাধান করা সম্ভব।’

বিজ্ঞাপন

‘এজন্য আমি চাইবো যে আমাদের শিক্ষার্থীরা এবং শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক আসেন তাহলে আমরা কথা বলতে পারি। সবার সঙ্গে কথা বলে আমাদের একটা সমাধানের দিকে যাওয়া দরকার। তোমরা যত দ্রুত আসবে আমরা তত দ্রুততার সঙ্গে আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করতে পারেবো’, বলেন শিক্ষামন্ত্রী।

শাবিপ্রবি: অনশনরত ১৩ শিক্ষার্থী হাসপাতালে

 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘দেখেন আমিও তো একজন মা। আমারও ছেলেমেয়ে আছে এবং আমার ছোট বাচ্চাটা হয়তো তোমাদের চেয়ে একটু ছোট হবে। আপনারা সেখানে কষ্ট করছেন, সেটা আমরা দেখছি অন্য যে সমস্যা হচ্ছে সেটাও দেখছি। আপনারা যারা আসবেন তারা একটা জিনিস ঠিক করে আসবেন নিজেদের মধ্যে কথা বলে আসবেন। আপনারা যেনো আন্দোলনরত সকলের প্রতিনিধি হিসেবে আসেন।’

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এরইপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে সাদিয়া আফরিন বলেন, ‘আমরা শিক্ষামন্ত্রীর কথায় আশ্বস্ত হয়েছি। আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। আমাদের এখানের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। আমরা ম্যামকে বলেছি আমরা আজই আসবো। আমরা এক ঘণ্টার মধ্যে জানিয়ে দিচ্ছি আমাদের প্রতিনিধি দলে কে কে যাবে।’

সর্বশেষ জানা যায় শিক্ষার্থীদের ৮ জনের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন। তবে তাদের নাম এখনও জানা যায়নি।

সারাবাংলা/এমও

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন