বিজ্ঞাপন

ইউক্রেন সীমান্তে উত্তেজনা: প্যারিসে চতুর্পক্ষীয় বৈঠক

January 22, 2022 | 11:03 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন-রাশিয়া সীমান্তে সেনা মোতায়েন নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এবং পরস্পরের ওপর দোষ চাপানোর প্রচেষ্টার মধ্যেই ওই দুই দেশসহ ফ্রান্স এবং জার্মানির রাজনৈতিক উপদেষ্টাদের মধ্যে চতুর্পক্ষীয় একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারিসে।

বিজ্ঞাপন

জানুয়ারি মাসের ২৫ তারিখ ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে ক্রেমলিনের বরাতে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রাশিয়ার পক্ষ থেকে ওই বৈঠকে অংশ নেবেন দেশটির প্রধান মধ্যস্থতাকারী দিমিত্রি কোজাক।

এর আগে, ইউক্রেনের এক সরকারি মুখপাত্রও ওই বৈঠকের ব্যাপারে রয়টার্সকে নিশ্চিত করেছিলেন।

এদিকে এমন এক সময়ে এ বৈঠকের ঘোষণা আসলো যখন ইউক্রেন-রাশিয়া উত্তেজনার আঁচ পশ্চিমা দেশগুলোতেও লাগতে শুরু হয়েছে। এর মধ্যেই উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোতে ইউক্রেনের অংশগ্রহণ ঠেকানোসহ কয়েকদফা দাবি তোলে রাশিয়া। সে ব্যাপারে আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৪ সালে ক্রিমিয়া দখলের প্রাক্কালে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের টানাপোড়েন শুরু হয়। তারপর থেকে বিভিন্ন সময় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছলেও ২০২১ সালের শেষ দিক থেকে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

সারাবাংলা/একেএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন