বিজ্ঞাপন

আমিরাতকে হারিয়ে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

January 23, 2022 | 10:32 am

স্পোর্টস ডেস্ক

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে শিরোপাধারী বাংলাদেশের জয় ৯ উইকেটে।

বিজ্ঞাপন

শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পা হড়কালেই অবশ্য বাদ পড়ার শঙ্কা ছিল। তবে আশিকুর, রিপন, মাহফিজুলরা অনায়েসে ৯ উইকেটের জয় তুলে নেন।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে সংযুক্ত আরব আমিরাত ১৪৮ রানে অলআউট হয়। বৃষ্টির বাগড়ায় বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রানের। বাংলাদেশ সে লক্ষ্য পূরণ করে ৬১ বল হাতে রেখে। ৬৯ বলে ৬৪ রানের দারুণ ইনিংস খেলেন মাহফিজুল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে ইফতেখারের ব্যাট থেকে।

এর আগে বোলিংয়ে আমিরাতকে নিয়ন্ত্রণের মধ্যে রাখেন যুব টাইগাররা। ডানহাতি পেসার রিপন মণ্ডলের তোপে দিশেহারা হয়ে পড়ে আমিরাত। রিপন মণ্ডল ৩১ রানের খরচায় নেন ৩ উইকেট। এছাড়া আশিকুর জামান ও তানজিম হাসান সাকিব দুইজনই দুই উইকেট করে নিয়ে আমিরাতকে বেধে রাখেন দেড়শর নিচে।

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নদের এবারের বিশ্বকাপের শুরুটা বেশ বাজেভাবেই হয়েছে। ইংল্যান্ডের কাছে পরাজয় দিয়ে শুরু হলেও সেই ধাক্কা কাটিয়ে উঠেছে টাইগার যুবারা। কানাডার বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয়ে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রেখেছিল বাংলাদেশ। আজ সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপাধারী বাংলাদেশ উঠলো কোয়ার্টার ফাইনালে।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন