বিজ্ঞাপন

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

January 25, 2022 | 12:34 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা থেকে প্রকাশিত ‘দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই)’ এই তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গতবার (২০২০ সালের পরিস্থিতি বিবেচনায়) এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। এবার অবস্থান একধাপ পিছিয়ে ১৩তম হলেও স্কোর গতবারের সমান অর্থাৎ ২৬ পয়েন্টই রয়েছে। ২০১৯ সালে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।

টিআইবি জানিয়েছে, বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০২১ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) ১৪৭ নম্বরে। আর উল্টোভাবে, অধঃক্রম (খারাপ থেকে ভালো) অনুযায়ী ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় এবার বাংলাদেশ রয়েছে ১৩তম স্থানে।

বিজ্ঞাপন

বাংলাদেশের এই অবস্থানকে খুবই হতাশাজনক বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষেত্রে ৮টি জরিপের ফলাফল থেকে সূচকটি নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভালো অবস্থানে থাকা বা ওপরের দিক থেকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশ ১৪৭তম স্থানে রয়েছে। আর নিচের দিক থেকে আছে ১৩তম স্থানে। বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ২৬। গত চার বছর ধরে একই স্কোর পেয়ে আসছে বাংলাদেশ।’

ইফতেখারুজ্জামান বলেন, ‘দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ৭ম স্থানে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে আছে আফগানিস্তান। আর সবচেয়ে ভালো অবস্থানে আছে ভুটান। এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। ’

বিজ্ঞাপন

টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান। দুর্নীতির ধারণা সূচকের গবেষণায় পৃথিবীর কোনও দেশই ১০০-তে ১০০ স্কোর পায়নি। অর্থাৎ কম-বেশি পৃথিবীর সব দেশেই দুর্নীতি আছে।

সারাবাংলা/জিএস/এমও

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন