বিজ্ঞাপন

‘কোটা বাতিলের সিদ্ধান্ত এলে প্রত্যাখ্যানের ঘোষণা’

April 11, 2018 | 3:58 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত এলে তা প্রত্যাখ্যান করা হবে বলে ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১১ এপ্রিল) রাজু ভাস্কর্যের সামনে থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে এ কথা জানান সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক রাশেদ খান।

তিনি বলেন, ‘আমরা লোকমুখে শুনতে পাচ্ছি, কোটা বাতিলের সিদ্ধান্ত আসছে। আমরা কোটা বাতিলের জন্য আন্দোলন করিনি। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অনুকূল বিধান প্রণয়নের বিষয়টি সংবিধানে উল্লেখ আছে। আমরা চাই পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাক।যদি কোটা বাতিলের সিদ্ধান্ত আসে সেটা হবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল হলে আরেকটি পক্ষ তখন সুযোগ নেবে।’

তিনি আরও বলেন, ‘যদি কোটা বাতিলের সিদ্ধান্ত আসে, আমরা তা প্রত্যাহার করব। আমরা কোটা বাতিলের জন্য রাস্তায় নামিনি। কোটা বাতিলের সিদ্ধান্ত আমাদের জন্য আরেকটি ষড়যন্ত্র, আরেকটি রাজনীতি।’

বিজ্ঞাপন

আমরা যৌক্তিক পদ্ধতিতে কোটা সংস্কার চাই জানিয়ে তিনি বলেন, ‘আরেকটি পক্ষ আমাদের রাজনীতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা রাজনীতি করতে মাঠে নামিনি।’

এ ছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘কোটা বাতিলের কোনো সিদ্ধান্ত এলে আমরা সেটা প্রত্যাখ্যান করব এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’

সারাবাংলা/জেএ/এমআই

বিজ্ঞাপন

আরও পড়ুন

হলে ফিরছি, তবে ছাত্রদের পাশে আছি’
এবার ছাত্রীদের ওপর চড়াও ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে র‌্যাব
কার্জন হলেও দাঁড়াতে পারলেন না আন্দোলনকারীরা
আন্দোলন দমাতে পুলিশ-ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে ভীতি-উত্তেজনা
পুলিশি হামলার প্রতিবাদে হল ছেড়ে রাস্তায় ঢাবি ছাত্রীরা
শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঢাবিতে, সংঘর্ষ চলছেই
কাঁদুনে গ্যাসে ছত্রভঙ্গ শাহবাগে আন্দোলনকারীরা
কোটা সংস্কার: মহাসড়কে আন্দোলনকারীরা
কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলন
ঢাবিতে ছাত্রী হলে মারধরের অভিযোগ, ছাত্রলীগ নেত্রী বহিষ্কার
হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিলেন ঢাবি ভিসি
বুধবার থেকে অনির্দিষ্টকাল বন্ধ সব বিশ্ববিদ্যালয়-কলেজ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন