বিজ্ঞাপন

ফটিকছড়িতে অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত

January 25, 2022 | 10:31 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ভারত সরকারের উপহার হিসেবে একটি অ্যাম্বুলেন্স পেয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার ড. রাজীব রঞ্জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারি। এছাড়াও উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীন ও জেবুন্নাহার মুক্তা, পৌর মেয়র ইসমাইল হোসেন, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এবং ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।

২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে প্রতিশ্রুত ১১৯টি বিশেষায়িত অ্যাম্বুল্যান্সের মধ্যে এর আগে একটি উপহার হিসেবে পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। অ্যাম্বুলেন্সগুলোতে আইসিইউসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন