বিজ্ঞাপন

গ্রামীণফোনের আয় বেড়েছে আড়াই শতাংশ

January 27, 2022 | 5:52 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: গেল বছর ১৪ হাজার ৩০৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন, যা তার আগের বছরের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি। ৫ দশমিক ৩ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি নিয়ে এ বছর গ্রামীণফোনে যুক্ত হয়েছেন ৪২ লাখ নতুন গ্রাহক। ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮কোটি ৩৩ লাখ। গ্রামীণফোনের মোট গ্রাহকের ৫৩ দশমিক ৫ শতাংশ বা ৪ দশমিক ৪৬ কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন, বার্ষিক প্রবৃদ্ধির হিসাবে যা ৮ শতাংশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘২০২১ সালে গ্রামীণফোন বেশ কিছু মাইলফলক অর্জন করেছে। ফেব্রুয়ারির শুরুতে আমরা ৮ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করি এবং মার্চ মাসে আমরা ১০ দশমিক ৪ মেগাহার্টজ নতুন তরঙ্গ অধিগ্রহণ করি। মার্চে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে গ্রামীণফোন দেশজুড়ে এর শতভাগ টাওয়ার সবচেয়ে বিস্তৃত ফোরজি/এলটিই নেটওয়ার্কের আওতাভুক্ত করে।’

তিনি বলেন, ‘৮ কোটি ৩৩ লাখ গ্রাহক নিয়ে আমরা ২০২১ সাল শেষ করি, যা গত বছরের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেশি। আগের বছরের তুলনায় ডেটা ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশ বেশি, আগের বছরের তুলনায় ফোরজি ডেটা ব্যবহারকারী বেড়েছে ৭৯ লাখ এবং বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ৩৯ দশমিক ৭ শতাংশ।’

গ্রামীণফোন লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা ইয়েন্স বেকার (সিএফও) বলেন, ‘নেটওয়ার্ক ও অভিজ্ঞতা উন্নত করার কারণে বেশি সংখ্যক ব্যবহারকারী ও ব্যবহারের ফলে ২০২১ সালে গ্রামীণফোনের আর্থিক পারফরমেন্সের ক্ষেত্রে উন্নতি ঘটেছে। মোট রাজস্বে ২ দশমিক ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি নিয়ে এ বছর রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০৭ কোটি টাকা। চতুর্থ প্রান্তিকে গত বছর একই সময়ের তুলনায় সাবস্ক্রিপশন ও ট্র্যাফিক রাজস্ব বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ এবং ডেটা ব্যবহার বেড়েছে ৪৯ শতাংশ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘চতুর্থ প্রান্তিকে ইবিআইটিডিএ গত বছরের একই সময় থেকে ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা পুরো বছরের ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধিতে এবং ৬২ দশমিক ৬ শতাংশ ইবিআইটিডিএ মার্জিনে ভূমিকা রেখেছে। পুরো বছরে কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩ হাজার ৪১৩ কোটি টাকা। ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে অনুকূল আর্থিক ও কর ব্যয়ে এককালীন সমন্বয়ের কারণে যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২১ সালে নিট মুনাফা মার্জিন দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।

২৬ জানুয়ারি পরিচালনা পর্ষদের সভায় গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০২১ সালের জন্য প্রতি শেয়ারে ১২ দশমিক ৫ টাকা চূড়ান্ত লভ্যাংশ প্রস্তাব করেছেন। ফলে মোট লভ্যাংশ দাঁড়িয়েছে পরিশোধিত মূলধনের ২৫০ শতাংশ, যা ২০২১ সালের মোট কর পরবর্তী মুনাফার ৯৮ দশমিক ৯ শতাংশ (১২৫ শতাংশ অর্ন্তবতী নগদ লভ্যাংশ সহ)। রেকর্ড তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত যারা শেয়ারহোল্ডার থাকবেন তারা এই লভ্যাংশ পাবেন, যা ২৬ এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ২৫তম বার্ষিক সাধারণ সভার দিন শেয়ারহোল্ডারদের অনুমোদনের ওপর নির্ভর করবে।

২০২১ সালের চতুর্থ প্রান্তিকে গ্রামীণফোন ৬৫৪ কোটি টাকা নেটওয়ার্ক কাভারেজ ও বিস্তৃতিতে বিনিয়োগ করেছে। গ্রামীণফোনের মোট নেটওয়ার্ক সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০১। প্রতিষ্ঠানটি কর, ভ্যাট, শুল্ক, ফি, ফোরজি লাইসেন্স এবং তরঙ্গ বরাদ্দ বাবদ ১০ হাজার ২৮০ কোটি টাকা সরকারি কোষগারে জমা দিয়েছে, যা এর মোট রাজস্বের ৭১ দশমিক ৮ শতাংশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন