বিজ্ঞাপন

‘জনসনের ভ্যাকসিন পাবে ভ্রাম্যমাণ মানুষেরা’

January 30, 2022 | 7:56 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলেছিলেন। আমরাও সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। লক্ষ্যমাত্রা পূরণে আমরা ভ্রাম্যমাণ মানুষদের জনসনের ভ্যাকসিন প্রয়োগ করব। এটি শুধুমাত্র এক ডোজ দিলেই চলে, দ্বিতীয় ডোজের প্রয়োজন হয় না।

বিজ্ঞাপন

রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহিদ মালেক বলেন, ‘দেশে ইতোমধ্যেই ৯ কোটি ৭০ লাখ মানুষকে ১ম ডোজ এবং সাড়ে ৬ কোটি মানুষকে ২য় ডোজ ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। বস্তিতে গিয়েও আমরা ভ্যাকসিন দিয়েছি। স্কুল-কলেজের শিক্ষার্থীদের স্কুলে স্কুলে গিয়ে আমরা ভ্যাকসিন দিয়েছি।’

তিনি বলেন, ‘কিন্তু এরপরও আমাদের লক্ষ্যমাত্রা পুরণে প্রায় আড়াই কোটির মত মানুষ যারা দোকান-পাট, কল-কারখানায়, লঞ্চ-স্টিমারে কাজ করে তারা ভ্যাকসিনের আওতায় আসছেন না। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে ভ্রাম্যমাণ মানুষদের জনসনের ভ্যাকসিন দেওয়া হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সরকার এ পর্যন্ত সাড়ে ১৭ কোটি ডোজ ভ্যাকসিন দেশের মানুষকে দিতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে সরকারের হাতে আরও প্রায় নয় কোটি ডোজ ভ্যাকসিন রয়েছে। সেজন্য ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে ভ্যাকসিন দিলেও ভ্যাকসিন শেষ হবে না।’

কোভিড-১৯ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিকে ১৪ দিনের পরিবর্তে ১০ দিন আইসোলেশনে রাখতে হবে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় জনগণের উদ্দেশ্যে তিনি স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন