বিজ্ঞাপন

দুর্দান্ত ঢাকায় অবশেষে থামল কুমিল্লা

February 1, 2022 | 4:35 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এগুচ্ছিল অপ্রতিরোধ্য গতিতে। টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচেই জিতেছিল দলটি। মিনিস্টার ঢাকার সামনে আজ সেই যাত্রা থামল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্দান্ত ক্রিকেট খেলে কুমিল্লাকে আজ ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা।

বিজ্ঞাপন

ঢাকার ব্যাটিং লাইনআপ গত কয়েক ম্যাচ ধরে দারুণ ফর্মে। ওদিকে বোলিং ডিপার্টম্যান্টই ম্যাচ জেতাচ্ছিল কুমিল্লাকে। ফলে ঢাকার ব্যাটিং আর কুমিল্লার বোলিংয়ের লড়াই দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। লড়াইয়ে ঢাকার ব্যাটিং জিতেছে আজ। প্রথমে ব্যাটিং করে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ঢাকা। পরে শুরুতেই ব্যাটিং লাইনআপের দুই স্তম্ভ লিটন দাস ও ফাফ ডু প্লেসিকে হারিয়ে আর পেরে উঠেনি কুমিল্লা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮১ রানের জবাব দিতে নেমে প্রথম ওভারেই লিটন দাসকে হারায় কুমিল্লা। তৃতীয় ওভারে তার চেয়েও বড় ধাক্কা হয়ে এলো ডু প্লেসির রান আউট। মাহমুদউল্লাহ রিয়াদের ক্ষিপ্র এক থ্রোয়ের পর ঝাঁপিয়েও রক্ষা পাননি প্রোটিয়া ক্রিকেটার। ফেরান আগে করেন ৭ বলে ৮ রান।

এরপর অধিনায়ক ইমরুল কায়েস ও তরুণ মাহমুদুল হাসান জয় কুমিল্লাকে টানছিলেন। তৃতীয় উইকেটে ৭০ রান তোলেন দুজন। ইমরুল ২৩ বলে ২টি চার ১টি ছয়ে ২৮ রান করে আন্দ্রে রাসেলে বলে সরাসরি বোল্ড হলে পথ হারায় কুমিল্লা। পাঁচ বলের ব্যবধানে ফেরেন জয়ও। এরপর আর সেভাবে দাঁড়াতে পারেননি কেউ।

বিজ্ঞাপন

বাকি সময়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় কুমিল্লা। জয় ৩০ বল খেলে ৮টি চারের সাহায্যে ৪৬ রান করেন। এছাড়া করিম জানাতের ব্যাট থেকে এসেছে ১১ বলে ১৭ রান।

ঢাকার হয়ে ২.৩ ওভারে ১৭ রান খরচ করে আন্দ্রে রাসেল নিয়েছেন তিন উইকেট। ইবাদত হোসেন ২১ রান এবং কায়েস আহমেদ ২৭ রান খরচায় নিয়েছেন দুটি করে উইকেট।

বিজ্ঞাপন

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা ঢাকার শুরুটা ভালো হয়নি। আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ ফিরে যান ৬ রানেই। তিনে নামা ইমরানুজ্জামানও (১৫) সুবিধা করতে পারেননি। তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম খেলেছেন তামিমের মতো করেই।

শুরুতে মোস্তাফিজুর রহমানের বিপক্ষে স্বাভাবিক গতিতে রান তুলতে না পারলেও পরে করিম জানাতদের নাচিয়ে ছেড়েছেন তামিম। তরুণ স্পিনার তানভির ইসলামকে হাঁকাতে গিয়ে করিম জানাতের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩৫ বলে ৪৬ রান করেছেন দেশসেরা ওপেনার। চার মেরেছেন ২টি, ছক্কা ৩টি।

বাকি সময়টা ছিল ব্যাট হাতে মাহমুদউল্লাহর দাপট। শুরু থেকেই ছন্দময় ব্যাটিং করা ঢাকার অধিনায়ক অপরাজিত ছিলেন শেষ অবদি। ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রানে ঢাকা যখন থামল মাহমুদউল্লাহ তখন ৪১ বলে ৭০ রানে অপরাজিত। তিনি চার মেরেছেন ৩টি, ছক্কা ৪টি। এছাড়া আন্দ্রে রাসেল ৭ বলে ১টি করে চার-ছয়ে করেছেন ১১ রান।

কুমিল্লার হয়ে তানভির ইসলাম ৩৬ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। ৪ ওভারে ২৬ রান খরচায় এক উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএইচএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন