বিজ্ঞাপন

শিবাজি পার্কে সন্ধ্যায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য

February 6, 2022 | 2:38 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকে স্তব্ধ ভারত। ৯২ বছরে বয়সী থেমে গেল সুরের পথ চলা। তার মৃতুর খবর শোনা মাত্রই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছুটে আসেন অনেকে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বেলা সাড়ে ১২টায় লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে যাওয়া হয় প্রভুকুঞ্জের বাসভবনে। এরপর বিকেল ৪টার দিকে নেওয়া হবে শিবাজি পার্কে। সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্যের কথা রয়েছে।

কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। প্রিয় শিল্পীর চলে যাওয়া মেনে নিতে পারছেন ভক্তরা।

লতা মঙ্গেশকরের চলে যাওয়ায় শোক বার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে ভারতের সংস্কৃতি জগতে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শূন্যতা পূরণ হওয়ার নয় বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন

কোভিড পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হল লতা মঙ্গেশকরের, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকালে মারা যান লতা মঙ্গেশকর।

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন