বিজ্ঞাপন

রাজধানীতে অবকাঠামো নির্মাণে লাগবে সিটি করপোরেশনের অনুমোদন

February 6, 2022 | 5:32 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীতে যেকোনো অবকাঠামো নির্মাণের সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি করপোরেশনের থেকে অনুমোদন নিতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, সিটি করপোরেশনের কাছ থেকে অনুমতি নিতে গিয়ে যেন কেউ হয়রানির শিকার না হয় সে বিষয়ে দুই মেয়রই সতর্ক থাকবেন।

বিজ্ঞাপন

রোববার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠকে একথা জানান স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, দফতর/সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান অথবা ব্যক্তি কর্তৃক বাসাবাড়িসহ সকল ধরনের অবকাঠামো নির্মাণ করতে হলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ছাড়াও সিটি করপোরেশন থেকে অনুমতি নিতে হবে। আর শুধু অনুমোদন দিলেই হবে না, অনুমোদকৃত স্থাপনা নিয়মিত মনিটরিং করার জন্য ব্যবস্থাও রাখতে হবে।

এসময় খাল সংস্কার নিয়েও কথা বলেন মন্ত্রী। ঢাকা শহর এবং এর আশপাশে অনেকগুলো সেতু রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ওই সকল সেতুর নেভিগেশন ফেসিলিটি নেই। এই সেতু ভেঙে নৌ চলাচল সুবিধা রেখে নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকল খাল সংস্কার করে একটি খালের সাথে অন্যটির সংযোগ এবং খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মান করলে নগরবাসীকে অত্যন্ত দৃষ্টিনন্দন শহর উপহার দেওয়া সম্ভব।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন