ফাইল ছবি: জাহিদ মালেক
February 10, 2022 | 10:59 pm
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন করোনা আক্রান্ত মানুষের মৃত্যুর ঝুঁকি কমিয়ে দিয়েছে। আমাদের দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কম হওয়ার কারণ হলো ভ্যাকসিন প্রয়োগ করা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মহাখালী জাতীয় ক্যানসার গবেষণা ইনিস্টিটিউড ও হাসপাতালের অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব ক্যানসার দিবস ২০২২ উদযাপন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
জাহিদ মালেক বলেন, ‘আমরা একটি বড় জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে সক্ষম হয়েছি। এ কারণে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কম। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় যে সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি ছিলেন, তৃতীয় ঢেউয়ে সে চিত্র তৈরি হয়নি।’
তিনি বলেন, ‘পুরো দেশে এখন এক থেকে দেড় হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি। হাসপাতালগুলোর ৭৫ শতাংশ আইসিইউ বেড খালি রয়েছে।’
এ সময় তিনি যারা এখনও নেননি তাদের সবাইকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, ‘অনেকের সঙ্গে আমি কথা বলেছি। তারা ইচ্ছা করেই ভ্যাকসিন নিচ্ছেন না। তবে আমি বলতে চাই, আমাদের দেশের মানুষের ভ্যাকসিন নেওয়ার প্রবণতা রয়েছে। দেশের জনগণ অন্যান্য দেশের মতো না। ইউরোপে দেখেছি ভ্যাকসিন নেওয়ার জন্য আইন প্রয়োগ করা হচ্ছে। রাস্তাঘাটে মারধর করা হচ্ছে। নেদারল্যান্ড, আমেরিকাতেও এমন পরিস্থিতির দেখা গেছে। তবে বাংলাদেশে এখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা থেকে সুরক্ষা নিশ্চিতে এরইমধ্যে দেশের ৭৫ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে। এরইমধ্যে ১০ কোটি ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। আমাদের টার্গেটিং পিপল ১২ কোটির মধ্যে ৭৫ শতাংশ ভ্যাকসিনের আওতায় চলে এসেছে। বাকি লোকদের মধ্যে ভাসমান জনগোষ্ঠী, পরিবহন শ্রমিক তাদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমাব হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীরসহ অন্যরা।
সারাবাংলা/এসবি/একে