বিজ্ঞাপন

শাবিপ্রবির সংকট নিরসনে সরকার প্রচেষ্টা চালাচ্ছে: শিক্ষামন্ত্রী

February 11, 2022 | 6:26 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।

বিজ্ঞাপন

এ সময় মন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে নানা সংকট থাকবে। সবাইকে একসঙ্গে নিয়ে সংকট নিরসনে কাজ করতে হবে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চলমান সব সংকট সমাধানে সরকার কাজ করছে।’

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর কাছে যেসব দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

করোনা পরিস্থিতি কমে যাওয়ায় শিগগিরই দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

সভায় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগ সভাপতি মাসুক উদ্দিন আহমদসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে সার্কিট হাউজে শাবিপ্রবি শিক্ষার্থীরা

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যান শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী।

বিজ্ঞাপন

উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থী ছাড়াও শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন তারা।

আরও পড়ুন
শাবিপ্রবিতে ‘হীরক ভিসির পতনগাথা’
১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শাবিপ্রবির শিক্ষার্থীরা
শাবিপ্রবি’র ভিসির পদত্যাগ দাবিতে ছাত্রদলের প্রতীকী অনশন
শাবিপ্রবির শিক্ষার্থীদের হয়রানির প্রমাণ পেলে ব্যবস্থা
শাবিপ্রবিতে রক্তিম হাতের ছাপে চিরন্তন লড়াইয়ের ইশতেহার
ভিসির পদত্যাগের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের ফের মিছিল

 

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন