বিজ্ঞাপন

ধারাভাষ্যে তামিম ইকবাল

February 14, 2022 | 3:22 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী একবার বলেছিলেন, ক্রিকেট ছাড়ার পর দারুণ একজন ধারাভাষ্যকার হতে পারেন তামিম ইকবাল। ক্রিকেটে তার অর্জন, ক্রিকেট বিশ্লেষণ, বলার পারদর্শীতা মিলিয়ে ভালো একজন ধারাভাষ্যকার হতে পারেন তিনি। ভবিষ্যত কী হবে কে জানে! তবে ধারাভাষ্যকার হিসেবে তামিমের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল।

বিজ্ঞাপন

সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার এলিমিনিটর ম্যাচে ধারাভাষ্য কক্ষে দেখা গেল তামিমকে। ম্যাচে খুলনা ইনিংসে ধারাভাষ্য দিয়েছেন তামিম।

এবারের বিপিএলে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন তামিম। মিন্টিার গ্রুপ ঢাকার হয়ে ৯ ম্যাচে ৫৮.১৪ গড় ও ১৩২.৫৭ স্ট্রাইক রেটে ৪০৭ রান করেছেন। চলতি বিপিএলে এখন পর্যন্ত যা সর্বোচ্চ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সেঞ্চুরি করেছেন ১টি, হাফ সেঞ্চুর চারটি।

তবে দলের বাকিরা সঙ্গ দিতে না পারলে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায় ঢাকা। সে হিসেবে তামিমেরও বিপিএল শেষ। কিন্তু শেষ হয়েও শেষ হলো না তারকা ক্রিকেটারের! ক্রিকেটার হিসেবে যাত্রা থেমে গেলে প্রথমবার ধারাভাষ্য শুরু করলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন