বিজ্ঞাপন

সর্বাধিক পুরস্কার ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’র ঘরে

February 15, 2022 | 7:17 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত সে তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে গাজী রাকায়েত হোসেন পরিচালিত ‘গোর’ পাচ্ছে ১১টি এবং চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ পাচ্ছে ৮টি ক্যাটাগরিতে পুরস্কার। এছাড়া ‘বীর’ ও ‘গণ্ডি’ পাচ্ছে ২টি করে পুরস্কার।

বিজ্ঞাপন

‘গোর’ যে সকল ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে- শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা, শ্রেষ্ঠ মেকআপম্যান। অন্যদিকে যুগ্মভাবে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’সহ শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে।

সরকারি অনুদানপ্রাপ্ত ‘গোর’ ছবিটির জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন গাজী রাকায়েত হোসেন। শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে ‘বিশ্বসুন্দরী’র জন্য পাচ্ছেন এ প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ‘গোর’-এর জন্য রোজালিন দীপান্বিতা মার্টিন শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে পুরস্কার পাচ্ছেন।

‘বিশ্বসুন্দরী’ ছবির জন্য ফজলুর রহমান বাবু পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে পুরস্কার। প্রয়াত মো. সহিদুর রহমান ‘বিশ্বসুন্দরী’র গান ‘তুই কি আমার হবিরে’-এর জন্য ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’ পুরস্কার পাচ্ছেন। একই গানের গায়ক ইমরান ‘শ্রেষ্ঠ গায়ক’ পুরস্কার পাচ্ছেন। ‘শ্রেষ্ঠ গায়িকা’ পুরস্কার পাচ্ছেন দিলশাদ নাহার কনা ‘বিশ্বসুন্দরী’-এর ‘তুই কি আমার হবিরে’ গানের জন্য।

বিজ্ঞাপন

‘বিশ্বসুন্দরী’ ছবির ‘তুই কি আমার হবিরে’ গানের জন্য ‘শ্রেষ্ঠ গীতিকার’ পুরস্কার পাচ্ছেন কবির বকুল। একই গানের জন্য ‘শ্রেষ্ঠ সুরকার’ পুরস্কার পাচ্ছেন ইমরান।

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন