বিজ্ঞাপন

বিপিএল: বিদেশিরা খেলছেন এবং শেখাচ্ছেন

February 17, 2022 | 10:14 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে বিদেশি ক্রিকেটাররা পারফর্ম করছেন প্রতিনিয়তই। তবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে বিদেশি বড় তারকা ক্রিকেটারদের কাছে কিন্তু শুধু পারফরম্যান্সই প্রত্যাশা নয়, দীক্ষা নেওয়ার প্রত্যাশাও থাকে। পরোক্ষভাবে প্রত্যাশা থাকে বিদেশি তারকাদের দেখে, আলোচনা-পরামর্শ নিয়ে উন্নতি করবেন দেশিও তরুণরা। চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে সেটা দারুণভাবেই হচ্ছে বললেন দলটির হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বিজ্ঞাপন

বলা হয়, বড় তারকাদের সঙ্গে থেকে, ড্রেসিংরুম ভাগাভাগি করে তরুণরা শিখবেন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের মূল চাওয়াটাই এটা। সালাউদ্দিন বললেন, কুমিল্লার তিন বিদেশি তারকা ফাফ ডু প্লেসি, সুনীল নারিন ও মঈন আলী ভালোভাবেই পূরণ করছেন এই প্রত্যাশা।

এবারের বিপিএলের আগেই চমকে দিয়েছিল কুমিল্লা। প্লেয়ার ড্রাফটের আগেই ডু প্লেসি, মঈন আলী ও সুনীল নারিনকে কিনে নেয় দলটি। নিয়মিত পারফরর্মও করে চলেছেন তিনজন। কুমিল্লার ফাইনালে উঠার পেছনে প্রতিজনেরই বড় অবদান। পাশাপাশি তরুণদের শেখাচ্ছেনও তারা বলেছেন সালাউদ্দিন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে কুমিল্লার কোচ বলেন, ‘এ বছর আমি খুবই সন্তুষ্ট বিদেশি ক্রিকেটারদের নিয়ে। প্রথমে আমরা ভেবেছিলাম যে, তারা অনেক বড় ক্রিকেটার, আমাদের ছেলেদের সঙ্গে কীভাবে মিশবে, না মিশবে… আমরা এতটা আশাও করিনি যে তারা আমাদের পরিবারের মতো হয়ে যাবে। ফাফ (ডু প্লেসি) বলেন, সুনিল (নারাইন) বা মইন আলি, তাদের কাছ থেকে আমাদের ছেলেরা (অনেক শিখছে)…।’

বিজ্ঞাপন

বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ইতিবাচক বলেছেন তিনি, ‘আগে তো দেখা যেত যে টুর্নামেন্ট শেষে তারা কথা বলত। এবার প্রথম থেকেই ছেলেরা তাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছে। যে জিনিসটা আমার কাছে মনে হয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ইতিবাচক।’

বিদেশিদের কাছ থেকে দেশি তরুণদের শেখার এই বিষয়টি বড় প্রাপ্তি বলছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমাদের ছেলেরা একটু অন্তর্মুখি। কথা বলতে চায় না। বিশেষ করে, ভাষার কারণে। ভাষার সীমাবদ্ধতার কারণে তারা হয়তো কাছে যেতে চায় না। কিন্তু ফাফ, সুনিল, মইনরা নিজে থেকেই এসে ছেলেদের সঙ্গে কথা বলেছে, শিখিয়েছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা টুর্নামেন্ট জিততে পারি বা না পারি, ছেলেরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছে। সেটা আমার কাছে বেশি ইতিবাচক মনে হয়েছে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

 

 

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন