বিজ্ঞাপন

২২ ফেব্রুয়ারি উঠছে বিধিনিষেধ

February 20, 2022 | 4:04 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ২২ ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন

রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামী ২৬ ফ্রেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম সফল করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিধিনিষেধ উঠে গেলেও সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে ও মাস্ক ব্যবহার করে সে বিষয়ে সভায় জোর দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, আগামী ১ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এর ফলে এখন থেকে বাধ্যতামূলকভাবে এই স্লোগান ব্যবহার করতে হবে।

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, ‘সকল সাংবিধানিক পদ, সরকারি, বেসরকারি অফিসে কর্মরতদের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, সভা-সেমিনারে, সমাবেশে জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে। দু’ একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।’

রমজান সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এক কোটি হতদরিদ্র পরিবারকে এবার টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা- এই ছয়টি পণ্য দেবে সরকার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন