বিজ্ঞাপন

৫০ রুশ সেনা নিহত, ৪টি ট্যাঙ্কও ধ্বংস: ইউক্রেন

February 24, 2022 | 4:48 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে চলমান হামলায় ৫০ জন রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে ৪টি রাশিয়ান ট্যাঙ্কও ধ্বংস করার দাবি করেন তারা। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, দেশটির লুহানস্ক অঞ্চলের একটি শহরের কাছে ৫০ রুশ সেনাকে হত্যা করেছে এবং দেশটির পূর্বেও একটি ষষ্ঠ রাশিয়ান বিমান ভূপাতিত করেছে। এছাড়াও পূর্বাঞ্চলীয় শহর খারকিভের কাছের একটি রাস্তায় ৪টি রাশিয়ান ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে।

তবে নিজেদের বিমান বা সাঁজোয়া যান ধ্বংস করার খবর অস্বীকার করেছে রাশিয়া।

বিজ্ঞাপন

এদিকে ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস জানিয়েছে, দেশটির দক্ষিণ খেরসন অঞ্চলে তাদের তিনজন সেনা নিহত হয়েছে। এছাড়াও আরও কয়েকজন সেনা আহত হয়েছেন।

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন