বিজ্ঞাপন

পুতিনকে বুঝতে হবে ন্যাটোর হাতেও পরমাণু অস্ত্র আছে: ফ্রান্স

February 25, 2022 | 5:37 am

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়ান বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন, তখন তাকে বুঝতে হবে ন্যাটোর হাতেও এ অস্ত্র রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালানোর পর পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘এতে তৃতীয় কোনো শক্তি হস্তক্ষেপ করলে এমন পরিণতি হবে যা ইতিহাসে কখনও সম্মুখীন হয়নি।’ পুতিনের এমন হুমকি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত কি না তা জানতে চেয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ন্যাটোকে একটি পারমাণবিক অস্ত্রধারী জোট বলে উল্লেখ করেন জিন-ইভেস লে ড্রিয়ান।

তিনি বলেন, হ্যাঁ, আমি মনে করি পুতিনকে এটাও বুঝতে হবে ন্যাটো একটি পারমাণবিক জোট। এ ব্যাপারে আমার এটুকুই শুধু বলার আছে।

এর আগে, বৃহস্পতিবার ইউক্রেন স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। দিনভর জলে, স্থলে, অন্তরীক্ষে তিন দিক থেকে ইউক্রেনের ৮০টির বেশি সামরিক ও বেসামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে রুশ সেনারা। হামলার প্রথম দিনটিকে সফল বলে মনে করছে মস্কো।

বিজ্ঞাপন

আরও পড়ুন 

সারাবাংলা/আইই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন