বিজ্ঞাপন

গণটিকার দ্বিতীয় ডোজ ২৮ মার্চ থেকে

March 7, 2022 | 11:53 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া গণটিকায় এক কোটির বেশি মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এই গণটিকা কর্মসূচিতে যাদের প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের ২৮ মার্চ দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

বিজ্ঞাপন

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরে এক বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘গণটিকা কার্যক্রমের আওতায় তিন দিনে প্রায় দুই কোটি ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। যারা প্রথম ডোজ পেয়েছেন তারা ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।’

এখন পর্যন্ত প্রায় তিন কোটি ৮৬ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে, ২৬ ফেব্রুয়ারিতে এক দিনে এক কোটি স্লোগানে দেশে গণটিকা কার্যক্রমের ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদফতর। সেদিনই দেশে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার শেষ তারিখ বলেও ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচি উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি শুক্রবার হলেও ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পরবর্তীতে এটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

সারাবাংলা/এসবি/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন