বিজ্ঞাপন

‘অনুমোদন পেলেই প্রাথমিকের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে’

March 8, 2022 | 12:02 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ১২ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগ করে সরকার। তবে এখন পাঁচ বছর থেকে তদূর্ধ্ব বয়সী প্রাথমিকের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগের চিন্তা করছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে শিগগিরই প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞাপন

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরে এক বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১২ বছরের ঊর্ধ্বে যারা আছে, আমরা সেসব শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়েছি। এবার ১২ বছরের নিচের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেব। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে, শিক্ষার্থীদের তালিকা হচ্ছে। আমাদের প্রস্তুতি আমরা নিয়ে রাখছি।’

তিনি বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের ভ্যাকসিন বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখছি। তাদের অনুমোদন পাওয়া মাত্রই এসব শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে।’

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশে প্রায় ৩৩ শতাংশ সংক্রমণ উঠেছিল। এখন সেটি কমে হয়েছে দুই শতাংশ। একইসঙ্গে সচল রয়েছে অর্থনীতির চাকা। এসবই ভ্যাকসিনের সফলতার জন্য হয়েছে।’

সারাবাংলা/এসবি/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন