বিজ্ঞাপন

মামলার গতি বাড়াতে কোর্ট অটোমেশন কার্যক্রম উদ্বোধন

March 18, 2022 | 8:38 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা প্রশাসনের অধীনে থাকা মামলার গতি বাড়াতে কোর্ট অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল পদ্ধতির এই কার্যক্রম উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

বিজ্ঞাপন

এর আগে, ট্রেজারি অটোমেশন এবং একদিনে জমির খতিয়ান সরবরাহ কার্যক্রমেরও উদ্বোধন করেন সচিব।

কোর্ট অটোমেশনের ফলে ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ ৩টি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালদের দৈনিক কার্যতালিকা ওয়েবসাইটে প্রকাশ করে ঘরে বসেই মামলা শুনানির তারিখ ও সর্বশেষ তথ্য বাদী-বিবাদী জানতে পারবেন।

ট্রেজারি অটোমেশনের ফলে জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্পের বৈধতা যেকেউ যাচাই করতে পারবেন। আর জমির ক্রয়-বিক্রয়সহ নানা কাজে সেবা গ্রহীতারা সেটেলমেন্ট রেকর্ড রুম থেকে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজার নকশা সরবরাহ পাবেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর নির্দেশে সেবা গ্রহীতাদের কম সময়ে সহজে হয়রানিমুক্ত সেবা দিতেই এই উদ্যোগ নেওয়ার কথা জানান সচিব। আগামী ২০৪১ সালের বাংলাদেশ গড়তে পর্যায়ক্রমে সারাদেশে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন