বিজ্ঞাপন

ভাই আসামি হওয়ায় মামলা ভিন্নখাতে নিচ্ছেন পুলিশ কর্মকর্তা, অভিযোগ

March 19, 2022 | 7:42 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চাঁপাইনবাবগঞ্জ: প্রতারণার মাধ্যমে ৪ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি পুলিশ কর্মকর্তার ভাই হওয়ায় মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করছেন ওই পুলিশ কর্মকর্তা। এছাড়া ওই মামলার বাদিদের নামে ঢাকায় পাল্টা মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগিরা।

বিজ্ঞাপন

শনিবার (১৯ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন প্রতারণার শিকার ভুক্তভোগিরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোপাড়া মহল্লার নাইমুল হক অভিযোগ করে বলেন, ‘ইউরোপিয় ইউনিয়নের দাতা সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁপাইনবাবগঞ্জপৌর এলাকার রেজাউল ইসলাম রেজা একই এলাকার দুরুল, মাসুম, কামাল ও রুবেলসহ কয়েকজন ব্যক্তিসহ প্রায় ৫০ জনের কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেয়।’

পরে এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করা হলে মামলার প্রধান আসামি রেজাউল ইসলাম রেজার ভাই রাজশাহী মেট্রোপলিটান পুলিশের ডিসি মুনিরুল ইসলাম মামলাটি ভিন্নখাতে প্রভাবিত করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মাসুম, কামাল ও রুবেলসহ প্রতারণার শিকার অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন