বিজ্ঞাপন

নামলো জ্বালা গরম

April 15, 2018 | 9:40 am

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বিজ্ঞাপন

ঢাকা: বৈশাখের ২য় দিবস। মেঘ বৃষ্টি যা হওয়ার গতকালই হয়ে গিয়েছে। প্রকৃতি ধুয়ে মুছে চকচকা এবং অবশ্যই রোদের পোড়ার জন্য তৈরি।

শীতের সময় যেমন বৃষ্টি নেমে নেমে শীত এনেছিল না? গতকালের বৃষ্টিটাও তেমন গরম নামিয়েছে, আবহাওয়ার পূর্ভাবাসে প্রথমে বলা হয়েছিল আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি, পরে দেখা গেলো বৃষ্টির কারণেই হোক তাপমাত্রা হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যেটাও আসলে বেশ গরমই।

আজ সারাদিন আকাশে বেশি মেঘ থাকবে না। যতটুকুও আছে সবগুলাই সাদা সিধা মেঘ, এগুলো গর্জেও না বর্ষেও না। তাই ছাতা আজ নিতে হবে তবে তা রোদের জন্য। আর কোনোভাবে যদি বৃষ্টি আসে তখনও ছাতা বেশ কাজে দিবে। যদিও এখন পর্যন্ত ঝড় বৃষ্টির কোনো দেখা নেই।

বিজ্ঞাপন

গরম পড়ায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কিছুটা বাড়লেও ঘেমে নেয়ে অস্থির হওয়ার মতো অবস্থা এখনও হয়নি। বৈশাখ হিট স্ট্রোকের মৌসুম, শুধু এই বিষয়টি সব সময় মনে রাখতে হবে।

রোদ থেকে বাঁচতে অবশ্যই ছাতা, সানগ্লাস, আর সানব্লক লাগাতে হবে। পানি সল্পতা থেকে বাঁচাবে পানি, ডাব আর তরমুজের মতো ফলগুলো।

গরমে চেষ্টা করতে হবে সহজে হজম হয় এমন খাবার খাওয়ার। সব কিছু মেনে চললে গরমে খুব খারাপ ঋতু নয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন