বিজ্ঞাপন

টিপু হত্যা: পাঁচ আসামি রিমান্ডে

April 3, 2022 | 4:29 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারীসহ পাঁচ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (৩ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নি.) মোহাম্মদ ইয়াসিন শিকদার আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন, ঢাকা দক্ষিণ সিটির ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ, মো. নাছির উদ্দিন ওরফে কিলার নাছির, মো. মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ এবং আরফান উল্লাহ দামাল।

বিজ্ঞাপন

এদিন আসামি আরফান উল্লাহ দামালকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

গত ১ এপ্রিল রাতে রাজধানীর মুগদা, শাহজাহানপুর ও মিরপুর এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে র‌্যাব।

এর আগে ২৪ মার্চ রাত ১০টার দিকে এ হামলার শিকার হন জাহিদুল ইসলাম টিপু। এ সময় গুলিবিদ্ধ হন ওই কলেজ শিক্ষার্থী ও টিপুর গাড়ির চালক। গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এই ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

গত ২৮ মার্চ শ্যুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর আরফান উল্লাহ দামালের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

সারাবাংলা/এআই/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন