বিজ্ঞাপন

পুটখালী সীমান্তে চোরাচালান রোধে বিজিবির মতবিনিময় সভা

April 11, 2022 | 5:28 pm

লোকাল করেসপন্ডেন্ট

বেনাপোল: সীমান্তে চোরাচালান, নারী-শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিজিবি। সোমবার (১১ এপ্রিল) বিকেলে পুটখালী স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি, বিশেষ অতিথি হিসাবে ছিলেন এডি আব্দুল্লাহ আল মুয়ীদ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া, পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফফার, এসআই তৌফিকুজ্জামান, সুবেদার মো. আজমল হোসাইন এবং পুটখালী ইউনিয়নের মেম্বাররা।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল তানভীর রহমান বলেন, আপনারা যারা চোরাচালান, নারী-শিশু পাচার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা এ ব্যবসা ছেড়ে দিয়ে বৈধ ব্যবসা করেন। মাদক ব্যবসায়ীদের কোনোরকম ছাড় দেওয়া হবে না। পুটখালী এলাকাকে রোল মডেল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজিবি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন