বিজ্ঞাপন

‘বাংলাদেশ একমাত্র দেশ যারা ডিফল্টার না’

April 11, 2022 | 9:27 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ একমাত্র দেশ যারা ডিফল্ডার না। আমরা যেখান থেকে যত ঋণ নিয়েছি, প্রতিটি ঋণ সময় মতো পরিশোধ করে দিয়েছি।

বিজ্ঞাপন

সোমবার (১১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন। পরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নের গতি আরও জোরদার এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা দেন কর্মকর্তাদের।

বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হয়ে যাবে এরকম আলোচনা-সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিরুদ্ধে পত্রিকায় নানারকম কথা লিখছে। ওই পত্রিকার লেখা পড়ে আমি রাষ্ট্র চালাই না, এটা হচ্ছে বাস্তবতা। তারা মানুষকে বিভ্রান্ত করতে পারে। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে- এরকম একটা কথা রটাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা যে উন্নয়নের প্রোগ্রাম নেই, সেটা ঠিক আছে। সেটা নেওয়ার সময় আমরা কিন্তু হিসাব রাখি কোথা থেকে কত ঋণ নিলাম। আর যে ডেভেলপমেন্ট করছি সেখান থেকে নিজেরা কতটুকু লাভবান হব, কতটুকু মানুষের কল্যাণে যুক্ত হবে সেই হিসাবটাও রাখি। রিটার্নটার ব্যাপারে আমরা খুব সতর্ক থাকি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেকটা পরিকল্পনা নেওয়ার সময় হিসাব করি, এই কাজটা করলে কতটুকু অর্থনীতিতে যোগ হবে। অর্থনীতি কতটুকু শক্তিশালী হবে, আমরা মানুষের কল্যাণে কতটুকু দিতে পারব, করতে পারব, সেই চিন্তাটা করেই পরিকল্পনা নিই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের একটা সুনাম হয়ে গেছে যে, এটা বিনিয়োগের দেশ। কিন্তু সেই বিনিয়োগ নেওয়ার সময়ও হিসাব রাখতে হবে, যারা বিনিয়োগ করতে আসবে তাদের রিটার্নটা কী হবে আর আমরা কী লাভ করতে পারব। সেই বিনিয়োগটাই আমার কাছে গ্রহণযোগ্য যে বিনিয়োগের মধ্য দিয়ে দেশ লাভবান হবে।’

তিনি বলেন, ‘দেশের কতটুকু উন্নতি হবে, দেশের মানুষের ভাগ্যের কতটুকু পরিবর্তন হবে, আমাদের কিন্তু সেই চিন্তাটা মাথায় রাখতে হবে। নইলে বিনিয়োগের জন্য সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়ছে তাকে কিন্তু আমাদের খুব হিসাব করে পা ফেলতে হবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমরা উন্নয়নশীল দেশ। যতই চ্যালেঞ্জ আসুক না কেন উন্নয়নশীল দেশ হিসেবে আমরা সেটা মোকাবিলা করে এগিয়ে যাব। আমরা যদি খুব পরিকল্পিতভাবে পদক্ষেপ নিই সেটা মোকাবিলা করেই এগিয়ে যাব। ইনশাল্লাহ আমরা দেশকে আরও উন্নত করতে পারব।’

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তার কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় বার এই বৈঠক করলেন। তার আগে ২০১৯ সালে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সামরিক সচিব, মুখ্য সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন