বিজ্ঞাপন

‘মানসিকভাবে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ট্রাম্প’

April 16, 2018 | 6:06 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্পের নৈতিকতায় ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন এফবিআই-এর সাবেক প্রধান জেমস কোমি। তিনি বলেছেন, ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না’।

রোববার (১৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশনকে দেওয়া  সাক্ষাৎকারে কোমি এমন মন্তব্য করেন।

কোমি বলেন, যিনি নারীদেরকে ‘মাংস পিণ্ডের’ সঙ্গে তুলনা করতে পারেন। তিনি কীভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, সেটি আমার বোধগম্য নয়।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ট্রাম্প এক বছর আগে জেমস কোমিকে এফবিআই-এর পদ থেকে সরিয়ে দেওয়ার পর এই প্রথম ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন জেমস কোমি।

কোমি এবিসি নিউজকে বলেন, ‘ট্রাম্প অনবরত মিথ্য বলেন এবং আইন লঙ্ঘন করেন। এই সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘন্টা আগেও ট্রাম্প আমার সম্পর্কে অনেক মিথ্যা বলেছেন।’

এবিসি আয়োজিত টুয়েন্টি টুয়েন্টি নামের ওই প্রগ্রামে কোমি আরও বলেন, ‘ট্রাম্প মানুসিকভাবে একটা অপদার্থ এবং তিনি স্মৃতিভ্রম হওয়ার প্রথামিক পর্যায়ে আছেন।’

বিজ্ঞাপন

‘প্রেসিডেন্ট হিসেবে শারীরিকভাবে তিনি যথেষ্ট যোগ্য, তবে মানসিকভাবে ততোটাই অযোগ্য।’ বলেও জানান তিনি।

এ ছাড়াও কোমি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মূল্যবোধের প্রতি প্রেসিডেন্টকে অবশ্যই সম্মান দেখাতে হবে। তাকে অবশ্যই সত্যবাদী হতে হবে। কিন্তু ট্রাম্পের মধ্যে তেমনটি দেখা যায় না।

সারাবাংলা/আইএ/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন