April 19, 2022 | 5:56 pm
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়ার নির্দেশদাতা হিসেবে রমনা জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে অভিযুক্ত করেছেন শিক্ষার্থীরা। অবিলম্বে এডিসি হারুনকে প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে সাত কলেজের শিক্ষার্থীদের আহবায়ক ইসমাইল সম্রাট সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এডিসি হারুন গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ার নির্দেশ দিয়েছেন। তাকে দ্রুত প্রত্যাহার করে নিতে হবে। নাহলে শিক্ষার্থীরা সড়ক ছাড়বে না।
এদিকে তিনি আরও বলেন, আগামীকাল সকাল ১১ টায় মানববন্ধনের ঘোষণা দিয়েছেন। সেখানে সাত কলেজের শিক্ষার্থীরাও অংশ নেবে। তারা হল ছাড়বে না। ক্যাম্পাসও ছাড়বে না।
এর আগে, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটি’র জের ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।
সোমবার প্রায় আড়াই ঘণ্টার পর সংঘর্ষ থামলেও মঙ্গলবার সকাল ১১টার দিক থেকে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এখনো দফায় দফায় সংঘর্ষ চলছে। এ অবস্থায় আগামী ৫ মে থেকে ঢাকা কলেজের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন। বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে এ সংক্রান্ত এক নোটিশে।
সারাবাংলা/ইউজে/এসএসএ