শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ছবি: সারাবাংলা
April 19, 2022 | 8:13 pm
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
চাঁদপুর: রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ঘটনায় ফেসবুকে নানাভাবে উস্কানি দিয়ে পরিস্থিতি খারাপ করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
এ বিষয়ে ডা. দীপু মনি বলেন, যেহেতু সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল ক্লাস শেষে বন্ধ হওয়ার কথা রয়েছে। কিন্তু ঢাকা কলেজে আজকেও যেহেতু ক্লাসের কোনো পরিবেশ নেই। কাজেই আজকে থেকেই সেখানে ইদের ছুটি শুরু হয়ে যাবে। ইদের ছুটিতে সকলে বাড়ি চলে যাবে এবং আশা করছি হলগুলো সব বন্ধ থাকবে।
তিনি আর বলেন, সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে উস্কানি দিয়ে, বিভিন্ন রকম গুজব ছড়িয়ে পরিস্থিতি খারাপ করার অপচেষ্টা চলছে। তাই আমি শিক্ষার্থী, ব্যবসায়ী ও শ্রমিক ভাইদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করব।
যেহেতু রোজার দিন তাই সবাই শান্ত হয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে বলেও উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সারাবাংলা/এনএস