বিজ্ঞাপন

নিউমার্কেটের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

April 19, 2022 | 10:17 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নাহিদ হাসান (১৮) নামের এক যুবক মারা গেছে। সে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সাভিসের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ইমার্জেন্সি সার্ভিসের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌফিক এলাহী।

তিনি জানান, সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীসহ চার জন ভর্তি ছিল। এর মধ্যে এক জন মারা গেছে। প্রথম থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

নিহতের বাবা নাদিম হাসান জানান, নাহিদ বাটা সিগনাল এলাকায় কুরিয়ার সার্ভিসের একটি প্রতিষ্ঠান কাজ করতো। সকালে কামরাঙ্গীরচর দেওয়ান বাড়ির এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাহিদ হাসান হাসপাতালে ভর্তির সংবাদ পান।

বিজ্ঞাপন

শুভ নামে একজন দুপুরের দিকে আহত অবস্থায় নাহিদকে হাসপাতালে নিয়ে আসে। সে তখন জানান, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় আহত অবস্থায় সে রাস্তায় পড়েছিল।

এদিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ছাত্র ও মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রসহ আহত ৩ জন হাসপাতালে ভর্তি আছে। এরা হলেন নিউ সুপার মার্কেটে রেডিমেট কাপড়ের দোকানের কর্মচারী মোরসালিন (২৬), ইয়াসিন (২০) ও আর ঢাকা কলেজের দর্শন বিভাগের ৩য় বর্ষের ছাত্র কানন চৌধুরী (২৩)। এদের মধ্যে মোরসালিন অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একেএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন