বিজ্ঞাপন

সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: মেয়র হাছিনা গাজী

April 21, 2022 | 6:16 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের মানুষের কল্যা‌ণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তিনি সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি দেশের মানুষের মুখে খাবার তুলে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন। শত বাধা-বিপত্তি পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

বৃহস্প‌তিবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর বহুমু‌খি উচ্চ বিদ্যালয় অডিটো‌রিয়ামে উপবৃ‌ত্তি বাস্তবায়ন সম্প‌র্কিত ওরিয়ে‌ন্টেশন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেন, ‘শিক্ষা আলোকিত সমাজ বিনির্মাণের হাতিয়ার। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ সৃষ্টি কোনভাবেই সম্ভব নয়। একজন শিক্ষকের কিছু কাজ ও দায়বদ্ধতা আছে। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তিনি মানুষ গড়ার কারিগরও। শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে মানুষের প্রতিভার বিকাশে অগ্রণী ভূমিকা রাখেন শিক্ষক। আর শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার এ গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেন বলেই শিক্ষকেরা সবার কাছে সম্মানিত।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন- ‌‌শিক্ষা মন্ত্রণালয়ের অ‌তি‌রিক্ত স‌চিব সৈয়দ মামুনুল আলম, রূপগঞ্জ উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা র‌ফিক উদ্দীন আহমেদসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন