বিজ্ঞাপন

সংঘর্ষে নিহত মোরছালিনের মাথা, কপাল, নাকে গভীর জখম

April 21, 2022 | 11:13 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত মোরছালিনের ময়নাতদন্ত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ময়নাতদন্ত শেষ হয়।

ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. মনিকা খন্দকার জানান, মোরছালিনের মাথার মাঝখানে গভীর কাটা জখম রয়েছে। এ ছাড়া কপালের ডান পাশে, নাকের বাম পাশে গুরুতর জখম রয়েছে।

এর আগে, নিহত মোরছালিনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়। মেডিকেল কলেজ মর্গে নিউমার্কেট থানার (পরিদর্শক অপারেশন) হালদার অর্পিত ঠাকুর মৃতদেহের সুরতহাল প্রস্তুত করেন।

বিজ্ঞাপন

সুরতহাল প্রতিবেদনেও তিনি ওই গুরুতর জখমের কথা উল্লেখ করেন।

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন মোরছালিন। তখন কয়েকজন যুবক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মোরছালিন ঢাকা নিউ সুপার মার্কেটের একটি তৈরি পোশাকের দোকানে কাজ করতেন।

বিজ্ঞাপন

মোরছালিনের ভাই নুর মোহাম্মদ বলেন, ‘মোরছালিনের মরদেহ নেওয়া হবে কামরাঙ্গীরচরের বাসায়। সেখানে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।’

সারাবাংলা/এসএসআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন