বিজ্ঞাপন

হাতিয়ায় পাওয়ার টিলার খাদে পড়ে চালকসহ নিহত ৩

April 23, 2022 | 12:14 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার তমরদ্দি-ওছখালী সড়কের বেজুগালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), একই ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রুবেল (২৫) এবং আব্দুল মান্নানের ছেলে মো. দেলোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তমরদ্দি থেকে দুইজন হেলপারসহ চালক পাওয়ার টিলার চালিয়ে উপজেলার ওছখালী বাজারের উদ্দেশে রওয়ানা দেয়। পথে তমরদ্দি-ওছখালি সড়কের উত্তর বেজুগালিয়া এলাকায় পৌঁছলে, পাওয়ার টিলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তমরদ্দি-ওছখালী সড়কের উত্তর বেজুগালিয়া এলাকায় একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন