বিজ্ঞাপন

ডিএসইতে লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়াল

April 27, 2022 | 4:07 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পুঁজিবাজারের লেনদেনে গতি ফিরছে। প্রতিদিনই ধারাবাহিকভাবে বাড়ছে আর্থিক ও শেয়ার লেনদেন। লেনদেনের এই ঊর্ধ্বগতিতে বিনিয়োগকারী ও ব্রোকারদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। বুধবার (২৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। যা চলতি এপ্রিলে একদিনে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।

বিজ্ঞাপন

এদিকে, বুধবার ডিএসইতে ৩৮১টি কোম্পানির ১৮ কোটি ১৬ লাখ ৬১ হাজার ৯০৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছ ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৩২ কোটি ৪৯ লাখ টাকা। আগের দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭৬৬ কোটি ৭৪ লাখ টাকা। বুধবার ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৭৭ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৪৫৩ পয়েন্টে, ডিএসইএ-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ৪৬৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮২টি কোম্পানির ৪৮ লাখ ১২ হাজার ৯৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ১৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬১২ পয়েন্ট উঠে আসে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন