বিজ্ঞাপন

সড়কে বেড়েছে যাত্রীর চাপ, বেশি ভাড়া আদায়ের অভিযোগ

April 29, 2022 | 6:08 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাজীপুর: পরিবার-পরিজনের সঙ্গে ইদের আনন্দ ভাগাভাগি করতে অতিরিক্ত ভাড়া দিয়ে হলেও বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছেন নানা পেশার মানুষ। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর আব্দুল্লাহপুর, ঢাকা-সিলেট মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় ছিলো যাত্রীর প্রচুর চাপ। দুপুরে চাপ কিছুটা কমলেও বিকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও ভিড় বাড়তে থাকে বাস কাউন্টারগুলোতে।

বিজ্ঞাপন

গাড়ির চাপ বাড়লেও ছিলো না যানজট। তবে কিছু জায়গায় যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। টিকিট না পাওয়ায় যাত্রীদের ভোগান্তি ছিলো চরমে। তবে অগ্রিম টিকিট কেটে রাখা যাত্রীরা খুব সহজেই বাড়ি ফিরতে পারছেন। কিন্তু তাৎক্ষণিক টিকিট কিনতে চাওয়া সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। কাউন্টারে গেলে টিকেট মেলে না, তবে অতিরিক্ত টাকা দেওয়ার প্রস্তাবনা দিলেই মিলছে টিকিট। এমন বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে বাস কাউন্টার মাস্টারদের বিরুদ্ধে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা মোড়ে ইদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মহাসড়কে অতিরিক্ত যাত্রীর কারণে পরিবহন সিন্ডিকেটের কিছু লোক কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকেই ইদ উপলক্ষে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা পর্যায়ক্রমে ছুটি শুরু হয়েছে। ছুটি ঘোষণা পরপরই যে যার মতো বাড়ি ফিরতে শুরু করেছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা গেছে।

বিজ্ঞাপন

পরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার পরও সবার মাঝে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর তৎপরতা দেখা গেছে। কারণ বেলা যতো বাড়বে যাত্রীদের চাপও ততোই বাড়তে শুরু করবে।

বরিশালের উদ্দেশে রওনা হওয়া পোশাক শ্রমিক আলমগীর কবির বলেন, ‘আমরা বোনাস যা পেয়েছি, সেই টাকা আমাদের অতিরিক্ত ভাড়া দিতেই চলে যায়। এটা আমাদের উপর জুলুম করা হচ্ছে। এক টিকিটে ৩০০ টাকা বেশি নেওয়া ঠিক না।’

ময়মনসিংহের উদ্দেশে রওয়ানা হওয়া দিনমজুর সাইফুল ইসলাম জুয়েল বলেন, ‘আমরা স্বল্প টাকা আয় করি। এভাবে যদি বেশি টাকা দিয়ে বাড়ি যেতে হয়, তাহলে তো কষ্ট অনেক বেড়ে যায়। এমনিতেই টিকিট পাওয়া যাচ্ছে না। বেশি টাকা দিলে টিকিট দেয়। শুধু স্ত্রী-সন্তানদের সঙ্গে ইদ করার জন্য এতো টাকা ভাড়া দিয়ে বাড়ি যাচ্ছি।’

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে আমরা বিষয়টি নজরদারিতে রাখবো, এমন অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন