বিজ্ঞাপন

সাকিরা পারভীন-এর কবিতা

April 30, 2022 | 8:28 pm

কালো কাল

 

বিজ্ঞাপন

হাতের ধারে দুটো কবিতার বই
থাকতেই হয়
দুটো পায়ে
উরুসন্ধিতে তিনটি তলোয়ার
মাথার ধারেও কিছু বীজ ধান, কিছু পিঁপড়ের চোখ
কিছু চিনচিন
বুকের ধারে কিচ্ছু না
সে নিজেই সব লিখে নিতে পারে
বেদনা বা সুখ
ঠোঁটের ধারে প্রত্যহ পড়ে থাকে কবিতার করমচা
লালচে সবুজ
ভীষণ অবুঝ যেন তুমি
তোমার মতন বিহ্বল নিপুণ সুগন্ধি যুক্ত নিম
ফুল ভরা ডাল
চোখ বন্ধ করো
দেখবে
তারও আগে ঝরে যাবে অসীম
অনির্বাণ কালো কাল।

সারাবাংলা/এসবিডিই/এএসজি

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন