বিজ্ঞাপন

শাহনাজ সুমি-এর কবিতা

April 30, 2022 | 10:03 pm

জানি পারবে না

পারলে বিষাদ এঁকে দাও
এনে দাও আকাশের সব নীল।
সাজিয়ে দাও ঘর, ঝরে পরা তারার বাসর।
পারলে এঁকে দাও
নির্জন পাহাড়ের নির্মম নীরবতা।

বিজ্ঞাপন

এঁকে দাও
তৃষ্ণার্ত বৃক্ষের আকুতি ভরা
সেই একবিন্দু জল…।

পারলে এঁকে দাও
সেই হাজার রাত্রির জেগে থাকা কান্না,
ছুঁয়ে দেখো কতটা ক্ষত-বিক্ষত এ হৃদয়।

এঁকে দাও
নিস্তব্ধ রাতের আকাশে তারার মতো
ঝরে পড়া অশ্রু

বিজ্ঞাপন

পারলে এঁকে দাও
একটি জীবন ভালোবাসাহীন কাটিয়ে
দেওয়ার যন্ত্রণা

পারলে এঁকে দাও,
হৃদয়ে পাথরচাপা কষ্ট লুকিয়ে-
সেই ভুবন ভোলানো হাসি।

পারলে দাও এঁকে
দাও এঁকে
পাহাড় সমান দুঃখ নিয়ে,
কেমন হাসি আমার ঠোঁটে
পারলে এঁকে দাও।

বিজ্ঞাপন

জানি পারবে না!

সারাবাংলা/এসবিডিই/এএসজি

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন