বিজ্ঞাপন

শাহীন মাহমুদ-এর কবিতা

May 2, 2022 | 12:52 pm

চূর্ণী নদীর মতো তুমিও একা হবে

 

বিজ্ঞাপন

চূর্ণী নদীর মতো তুমিও নাব্যতা হারিয়েছো
শুকনো ডাটার মতো কি যত্নে ধরে রেখেছো ফুলের সম্ভ্রম
হায় আমার হৃৎপিণ্ডঘর
ঘন নীল কুয়াশায় ভেঙে চৌচির
রক্তডালিম।

এক দিন এই চূর্ণী নদীর তীরে
তুমি ফিরবে- একা নিঃসঙ্গ হয়ে
সেদিন না হয় রুগ্ন নদীর কাছে
জেনে নিও নোঙরের নিরুপায় কষ্টের কথা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই/এএসজি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন