বিজ্ঞাপন

ইদে জিটিভির যত আয়োজন

May 1, 2022 | 6:08 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ইদ মানেই আনন্দ, ইদ মানেই খুশি। ইদের আনন্দকে রাঙিয়ে তুলতে বরাবরই টেলিভিশন চ্যানেলগুলোতে থাকে নানা আয়োজন। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। বিভিন্ন টেলিভিশন চ্যানেল নানা আয়োজন নিয়ে হাজির হচ্ছে এবারের ইদুল ফিতরে।

বিজ্ঞাপন

এরমধ্যে বেসরকারি টেলিভিশন গাজী স্যাটেলাইট টেলিভিশনে সাত দিনব্যাপি প্রচার হবে ২১ টি বাংলা সিনেমা। এছাড়াও থাকছে পাঁচটি আঞ্চলিক নাটক, সাতটি রোমান্টিক নাটক ও ১২টি বাংলার ঐতিহ্যবাহী বিশেষ রান্নার অনুষ্ঠানসহ একাধিক নানা অনুষ্ঠান।

জিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ঈদে সাতদিনে বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে তাদের ঈদের আয়োজন। টেলিভিশন চ্যানেলটিতে ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে স্বর্ণালী সিনেমা ‘অবুঝ শিশু’ (মান্না-মৌসুমী-দিঘি)। দুপুর ২টা ১৫ মিনিটে ব্লকবাস্টার মুভিজে প্রচার হবে ‘ঢাকা অ্যাটাক’ (আরিফিন শুভ-মাহিয়া মাহি)। বিকাল ৫ টা ১০ মিনিটে প্রচার হবে ইদ স্পেশাল রান্না বিষয়ক অনুষ্ঠান সুগন্ধি চাল নিবেদিত ‘উৎসবের রান্না’ (শহীদ বাবুর্চির মোরগ পোলাও)। সন্ধ্যা ৬ টায় আঞ্চলিক নাটক রতনে রতর চেনে। সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে বিশেষ রান্না বিষয়ক অনুষ্ঠান পুষ্টি নিবেদিত ঈদের রান্না (শেফ-টনি খান) এছাড়াও আইপিএল এর খেলা সরাসরি প্রচারিত হবে জি-টিভিতে। খেলা শেষে প্রচারিত হবে রোমান্টিক নাটক অবিরাম বৃষ্টি হয়ে যায়। রাত ০১ টা ৩০ মিনিটে প্রচার হবে ‘চার সতিনের ঘর’ (আলমগীর-ববিতা-দিতি-শাবনূর)।

ইদের ২য়দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে স্বর্ণালী সিনেমা ‘জামাই শ্বশুর’ (রিয়াজ-পূর্ণিমা)। দুপুর ০২টা ১৫ মিনিটে ব্লকবাস্টার মুভিজে প্রচার হবে ‘স্বপ্নজাল’ (পরিমনি-ইয়াশ রোহান)। বিকাল৫ টা ১০ মিনিটে প্রচার হবে ইদ স্পেশাল রান্না বিষয়ক অনুষ্ঠান সুগন্ধি চাল নিবেদিত ‘উৎসবের রান্না’(ইস্পাক বাবুর্চির বোবা বিরিয়ানী)। সন্ধ্যা ৬ টায় আঞ্চলিক নাটক ডুবাইওয়ালা। সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে বিশেষ রান্না বিষয়ক অনুষ্ঠান পুষ্টি নিবেদিত ঈদের রান্না (শেফ-ড্যানিয়েল গমেজ)। এছাড়াও আইপিএলের খেলা সরাসরি প্রচারিত হবে জিটিভিতে। খেলা শেষে প্রচারিত হবে রোমান্টিক নাটক ডলফিন মোড়। রাত ১ টা ৩০ মিনিটে প্রচার হবে ‘চার অক্ষরের ভালবাসা’( ফেরদৌস-পপি)।

বিজ্ঞাপন

ইদের ৩য় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে স্বর্ণালী সিনেমা ‘আঞ্জুমান’ (সালমান শাহ-শাবনাজ)। দুপুর ২টা ১৫ মিনিটে ব্লকবাস্টার মুভিজে প্রচার হবে ‘বিজলি’ (ববি)। বিকাল ৫ টা ১০ মিনিটে প্রচার হবে ইদ স্পেশাল রান্না বিষয়ক অনুষ্ঠান সুগন্ধি চাল নিবেদিত ‘উৎসবের রান্না’(আলাউদ্দিন বাবুর্চির সরিষার তেলের তেহেরী)। সন্ধ্যা ৬ টায় আঞ্চলিক নাটক সুশীল ফেমিলি। সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে বিশেষ রান্না বিষয়ক অনুষ্ঠান পুষ্টি নিবেদিত ঈদের রান্না (শেফ-ফাহমিদা নাজিম) এছাড়াও আইপিএল এর খেলা সরাসরি প্রচারিত হবে জিটিভিতে। খেলা শেষে প্রচারিত হবে রোমান্টিক নাটক আমি তাহাকে ভালবাসি। রাত ১ টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ভালবেসে বউ আনবো’(রিয়াজ-শাবনুর)।

ইদের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে স্বর্ণালী সিনেমা ‘অশান্তির আগুন’ (শাকিব খান-তামান্না)। দুপুর ২টা ১৫ মিনিটে ব্লকবাস্টার মুভিজে প্রচার হবে ‘কিস্তিমাত’ (আরেফিন শুভ-আচঁল)। বিকাল ৫ টা ১০ মিনিটে প্রচার হবে ইদ স্পেশাল রান্না বিষয়ক অনুষ্ঠান সুগন্ধি চাল নিবেদিত ‘উৎসবের রান্না’(আব্দুল জলিল বাবুর্চির খাসির তেহেরী)। সন্ধ্যা ৬ টায় আঞ্চলিক নাটক প্রেমপত্র। সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে বিশেষ রান্না বিষয়ক অনুষ্ঠান পুষ্টি নিবেদিত ঈদের রান্না (শেফ- তোজাম্মেল হক তারেক) এছাড়াও আইপিএল এর খেলা সরাসরি প্রচারিত হবে জি-টিভিতে। খেলা শেষে প্রচারিত হবে রোমান্টিক নাটক সাগরের কোলাহল। রাত ১ টা ৩০ মিনিটে প্রচার হবে ‘স্নেহ’(সালমান শাহ-মৌসুমী)।

ইদের ৫ম দিন সকাল সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে স্বর্ণালী সিনেমা ‘ভালবাসার ঘর’ (জসিম-শাবানা-পপি)। দুপুর ২টা ১৫ মিনিটে ব্লকবাস্টার মুভিজে প্রচার হবে ‘ভুবন মাঝি’ (পরমব্রত চট্টপদ্যায়-অপর্ণা)। বিকাল ৫ টা ১০ মিনিটে প্রচার হবে ইদ স্পেশাল রান্না বিষয়ক অনুষ্ঠান সুগন্ধি চাল নিবেদিত ‘উৎসবের রান্না’(হাজী টুকু বাবুর্চির পাক্কি বিরিয়ানী)। সন্ধ্যা ৬ টায় আঞ্চলিক নাটক ননাই। সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে বিশেষ রান্না বিষয়ক অনুষ্ঠান পুষ্টি নিবেদিত ঈদের রান্না (শেফ-ফাতেমা সোগাগী) এছাড়াও আইপিএল এর খেলা সরাসরি প্রচারিত হবে জি-টিভিতে। খেলা শেষে প্রচারিত হবে রোমান্টিক নাটক দূরের জানালা। রাত ১ টা ৩০ মিনিটে প্রচার হবে ‘আমি একাই একশ’(মান্না-জনা)।

বিজ্ঞাপন

ইদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে স্বর্ণালী সিনেমা ‘ভন্ড প্রেমিক’ (ইলিয়াস কাঞ্চন-মৌসুমী)। দুপুর ২টা ১৫ মিনিটে ব্লকবাস্টার মুভিজে প্রচার হবে ‘মেঘমল্লার’। এছাড়াও আইপিএল এর খেলা সরাসরি প্রচারিত হবে জি-টিভিতে। খেলা শেষে প্রচারিত হবে রোমান্টিক নাটক যদি জানতে। রাত ১ টা ৩০ মিনিটে প্রচার হবে ‘খেয়া ঘাটের মাঝি’(রিয়াজ-পপি)।

ইদের ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে স্বর্ণালী সিনেমা ‘শাসন’ (আলগিীর-শাবানা)। দুপুর ২টা ১৫ মিনিটে ব্লকবাস্টার মুভিজে প্রচার হবে ‘অনিল বাগচির একদিন’। এছাড়াও আইপিএল এর খেলা সরাসরি প্রচারিত হবে জি-টিভিতে। খেলা শেষে প্রচারিত হবে রোমান্টিক নাটক একটু খানি ভুল। রাত ১ টা ৩০ মিনিটে প্রচার হবে ‘জিদ্দি ড্রাইভার’(মান্না-পূর্ণিমা)।

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন