বিজ্ঞাপন

ডুফার শিল্পীদের কণ্ঠে ‘রমজানের ওই রোজা শেষে’

May 2, 2022 | 7:25 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

এক মাস সিয়াম সাধনার পর মঙ্গলবার (৩ মে) সারাদেশে পালিত হবে ইদুল ফিতর। আর উৎসবের এ দিনটিকে ঘিরে কাজী নজরুল লিখেছিলেন ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’। প্রায় শতবর্ষী গানটি এখনও মানুষের মুখে মুখে।

বিজ্ঞাপন

দেশ বিদেশের বহু শিল্পী গানটি গেয়েছেন। গানটি নতুন করে গেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন— ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) শিল্পীরা।

নতুন করে গানটি সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। গানটির ভিডিও নির্মাণ ও সম্পাদন করেছেন মিথুন দেবনাথ। ক্যামেরায় ছিলেন মহি শান্ত। নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন পিকলু চৌধুরী।

১৯৩১ সালে গানটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। লেখার চারদিন পর শিল্পী আব্বাস উদ্দিনের গলায় প্রথম রেকর্ড করা হয়। রেকর্ড করার দুই মাস পরে ইদের ঠিক আগে আগে এই রেকর্ড প্রকাশ করা হয়। গ্রামোফোন কোম্পানি এর রেকর্ড প্রকাশ করে। রেকর্ডের অপর গান ছিল কবির ‘ইসলামের ঐ সওদা লয়ে এলো নবীন সওদাগর, বদনসীন আয়, আয় গুনাহগার নতুন করে সওদা কর।’ হিজ মাস্টার্স কোম্পানির রেক রেকর্ড নম্বর এন‌- ৪১১১। গানটির প্রকাশকাল ফেব্রুয়ারি ১৯৩২।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন