বিজ্ঞাপন

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল বন্দর কর্মচারীর

May 10, 2022 | 3:11 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কভার্ডভ্যানের ধাক্কায় আবু বক্কর ছিদ্দিক নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম বন্দরের কর্মচারী বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মে) সকালে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আবু বক্কর ছিদ্দিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন।

ঘটনাস্থলে যাওয়া ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানী অপু সারাবাংলাকে বলেন, ‘নগরীর ঈদগাঁও থেকে মোটরসাইকেল চালিয়ে আবু বক্কর দেওয়ানহাটের দিকে যাচ্ছিলেন। থানার অদূরে মনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে মোটরসাইকেলকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর চালক রাস্তায় কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়। গাড়িটি জব্দ করা হয়েছে বলে এসআই রব্বানী জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন